আদালতে বিদ্যুৎ বিভ্রাট, রাতেই  তদন্ত প্রতিবেদন জমা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 02:24:06

গ্রেনেড হামলা মামলার রায় প্রদানের সময় নাজিমউদ্দিন রোডের বিশেষ আদালতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নের ঘটনায় গঠিত মন্ত্রণালয়ের কমিটি বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতের মধ্যেই রিপোর্ট জমা দিতে যাচ্ছে।

বার্তা২৪.কম কে এ বিষয়ে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান বিদ্যুৎ যুগ্ম সচিব শেখ ফায়েজুল করীম।

সন্ধ্যা ৭ টায় তিনি জানান, আমরা ওই দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন বেশ কিছু সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে যাচ্ছি। সুপারিশের মধ্যে রয়েছে, পুরান ঢাকার নন স্ট্যান্ডার্ড লাইনগুলো আপগ্রেড করা, লাইনগুলো মাটির নীচ দিয়ে নেওয়াসহ বেশকিছু সুপারিশ।

কারো কোনো গাফিলতি পাওয়া গেছে কি না? এমন প্রশ্নের জবাবে শেখ ফায়েজুল করীম বলেন, এখনই এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তবে তারা রায়কে কেন্দ্র করে সেখানে আগেই গ্যাংসহ একটি টিম রেডি রেখেছিলাম। তবে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখলে এমন বিড়ম্বনা এড়ানো যেতো।

এই কমিটির অপর ৩ সদস্য হচ্ছেন ডিপিডিসির (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) নির্বাহী প্রকৌশলী এটিএম হারুন উর রশীদ, পিজিসিবির  প্রধান প্রকৌশলী প্রনব কুমার রায়, বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ ওয়াহিদুজ্জামান।

বুধবারের (১০ অক্টোবর) ওই ঘটনায় ডিপিডিসির লালবাগ এনওসিএস'র চার স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়।

গতকাল বুধবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে (অস্থায়ী) বহুল আলোচিত গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় অন্ধকারে ছিল আদালত কক্ষ।

বেলা ১১টা ৪০ মিনিটে রায় পড়া শুরু করেন বিচারক শাহেদ নূর উদ্দিন। ওই সময়েই আদালত কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আদালতের একজন কর্মকর্তা মোবাইলের টর্চ বের করে আলো দিতে থাকেন। এর মধ্যে একবার বিদ্যুৎ এলেও কয়েক মিনিট পরেই আবারো চলে যায়।

ঐতিহাসিক এ রায় ঘোষণার দিনে আদালত চত্বরে বিদ্যুৎ না থাকায় দায়িদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিদ্যুৎ বিভাগ। কর্মকর্তাদের বরখাস্তের পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করারও নির্দেশ দেয়। কমিটিকে বৃহস্পতিবারের (১১ অক্টোবর) মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিলো।

আরও পড়ুন, আদালতে বিদ্যুৎ বিভ্রাট, এনওসিএস‘র সব স্টাফ বরখাস্ত

অন্ধকার কক্ষে মোবাইলের টর্চের আলোয় রায় পড়েন বিচারক

এ সম্পর্কিত আরও খবর