গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 18:33:50

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ গুরুতর।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গৌরনদী উপজেলার বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রী শাখাওয়াত হোসেন বার্তা২৪.কমকে জানান, বেলা ১১টায় মাওয়া থেকে বিএনএফ পরিবহনের একটি বাসে বরিশাল যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে গৌরনদীর বাইচখোলা নামক স্থানে বাসটি পৌঁছালে যান্ত্রিক (ব্রেক) ত্রুটি দেখা দেয়। তাৎক্ষণিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। বাসে প্রায় ৫০-৬০ জন যাত্রী ছিল বলে জানান তিনি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে বিএনএফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ২ বাসযাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে লিটন রাঢ়ী (৪২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার বাসিন্দা। অজ্ঞাত পরিচয়ের অপর নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচলে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর