ঘূর্ণিঝড় ‘তিতলি’ থেকে বিপদমুক্ত খুলনা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:55:09

 

ঘূর্ণিঝড় `তিতলি’র ক্ষতির আশংকা থেকে বিপদমুক্ত রয়েছে খুলনা ও এর পাশ্ববর্তী উপকূলীয় এলাকা। তবে এর প্রভাবে আকাশে ভারী মেঘ ও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে খুলনা আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরেও ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে কোনো প্রকার প্রতিকূল আবহাওয়া দেখা যায়নি। ভোরের দিকে সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা থেমে যায়। তবে দুপুর পর্যন্তও সূর্যের দেখা পাওয়া যায়নি।

খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আমিরুল আজাদ বার্তা২৪.কমকে বলেন, ‘ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে বন্দর সংলগ্ন অঞ্চলে ৪ নম্বর হুশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

‘খুলনাসহ আশপাশের এলাকায় ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়বে না। তবে ঝড়ের প্রভাবে আকাশে ভারী মেঘমালা ও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় হালকা বা মাঝারি ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।’ উপকূলীয় এলাকা বিপদমুক্ত বলেও জানান এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর