বগুড়ায় সতর্ক অবস্থানে পুলিশ

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 19:39:31

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে বগুড়ায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বুধবার (১০ অক্টোবর) সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ সন্দেহভাজনদের তল্লাশি করে। মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়।

সকাল ১০টার পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ অফিসে সমবেত হয়। বিএনপি নেতাকর্মীরাও তাদের দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। বেলা ১১টার পর বিপুল সংখ্যক পুলিশ বিএনপি অফিস ঘিরে রাখে। রায় ঘোষণার পর বিএনপি অফিসের সামনে পুলিশ বেষ্টনীর মধ্যে নেতাকর্মীরা প্রতিবাদ সভা করে।

অপরদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা রায়কে স্বাগত জানিয়ে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

এদিকে এ রায়কে কেন্দ্র করে শহরে লোক সমাগম কমে যায়। মহাসড়কে যানবাহন ছিল তুলনামূলক অনেক কম।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর