পণ্য পরিবহন শ্রমিকদের ধর্মঘট না মানায় মারধর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 13:51:18

সড়ক পরিবহন আইনের সংশোধনসহ সাত দফা দাবিতে পণ্য পরিবহন শ্রমিকদের ধর্মঘটে আশুলিয়ায় আন্দোলনকারীদের হামলায় আহত হয়েছে ১০ ধর্মঘট বিরোধী পরিবহন শ্রমিক।

রাস্তা অবরোধ করে জরুরি পণ্য পরিবহনবাহী যানবাহন থামিয়ে মারধর করা হয় আন্দোলন বিরোধী এসব শ্রমিকদের।

মারধরের শিকার শ্রমিকরা বলছেন, ঘরে চাল নেই, স্ত্রী-সন্তানদের মুখে আহার তুলে দেওয়ার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে সড়কে নেমেছিলেন।

দুপুরের পর থেকে নয়ারহাটে আন্দোলনকারী শ্রমিকরা ট্রাক টার্মিনালের সামনে জড়ো হয়ে দাবী আদায়ে বিক্ষোভ করেন।

এক পর্যায়ে তারা সড়কে নেমে ধর্মঘট বিরোধী শ্রমিকদের গাড়ি থামিয়ে মারধর করেন। এসময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি।

আশুলিয়ার ‘পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’র নেতারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় পণ্যবাহী কোনো গাড়ি চলবে না।

সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ৭ অক্টোবর, রোববার থেকে মাঠে নেমেছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। ঢাকা বিভাগের ১৭টি জেলায় সব ধরনের পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন তার।

১২ অক্টোবরের মধ্যে আইন সংশোধন করা না হলে পরিবহন ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর