বিআরটিসির ২০০ এসি বাস আসছে জানুয়ারিতে

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-18 21:20:14

বিআরটিসির জন্য ২০০ একতলা এসি বাস আসছে জানুয়ারিতে। এর মধ্যে ১০০টি সিটি ও ১০০টি ইন্টারসিটি বাস। বাসগুলো ভারতের অশোক লিল্যান্ড কোম্পানির।

ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতায় এসব বাস বিআরটিসির বহরে যোগ দিলে রাজধানীতে বাস সেবা আরও উন্নত হবে বলে মনে করছে বিআরটিসি।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে বিআরটিসি ও ভারতীয় অশোক লিল্যান্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তি অনুযায়ি, ২০০টি একতলা এসি (১০০টি সিটি ও ১০০টি ইন্টারসিটি) বাস, ১০% যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ মোট মূল্য বাংলাদেশি টাকায় ১১৫ কোটি ৮০ লাখ ১১ হাজার ২৫০ টাকা।

একতলা এসি একেকটি সিটি বাসের মূল্য (সিডিভ্যাট, এলসি কমিশন ও অন্যান্য ব্যয় ব্যতিত) বাংলাদেশি টাকায় ৫০ লাখ ১২ হাজার ৪৩৮ টাকা ও প্রতিটি একতলা এসি ইন্টারসিটি বাসের মূল্য বাংলাদেশি টাকায় ৫৫ লাখ ১৪ হাজার ৯৩৮ টাকা।

বাসগুলোর চালান বাংলাদেশে আনার জন্য ভারতের অশোক লিল্যান্ড ও বিআরটিসির মধ্যে দু’টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী ২০১৯ সালের জানুযারি মাসে বাসের প্রথম চালানটি বাংলাদেশে এসে পৌঁছবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, অর্থনৈতিক সর্ম্পক বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহিদুল হক ও এক্সিম ব্যাংক অব ইন্ডিয়া, ঢাকা প্রতিনিধি আশিস কুমার সনি উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর