বিএনপির সাবেক সাংসদ নুরুল কবির কারাগারে

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 14:04:32

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীনকে বিস্ফোরক মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান কবির সাজু বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির জানান, গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে উপজেলার মাইজবাগ এলাকায় অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন শাহীন। এ ঘটনায় বিস্ফোরক আইনে শাহীনসহ আরও আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে মামলা দায়ের হয়। এ মামলার এজাহারভুক্ত ২ নাম্বার আসামি শাহীন দীর্ঘদিন পলাতক ছিলেন।

তিনি আরও জানান, রোববার (৭ অক্টোবর) মধ্যরাতে পুলিশ খবর পায় শাহ নুরুল কবীর শাহীন উপজেলার কাঁকনহাটি গ্রামের নিজ বাড়িতে অবস্থান করেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শাহ নুরুল কবীর শাহীন।

এ সম্পর্কিত আরও খবর