একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বসবে ইসি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 10:15:27

একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ১৫ অক্টোবর বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে নির্বাচনের প্রস্তুতির সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ১৫ অক্টোবর বেলা ১১টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বে তার সভাকক্ষে কমিশনের ৩৬তম সভা অনুষ্ঠি হবে। সভার আলোচ্য বিষয়ে হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনকে অবহিতকরণ ও হিজড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় আলাদা লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্তির লক্ষ্যে বিদ্যমান ভোটার তালিকা বিধিমালায় সংশ্লিষ্ট বিধি ও ফরমে সংশোধনের বিষয়টি রাখা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বার্তা২৪.কমকে বলেন, কমিশনের সভার বিষয়টি আমি এখনও জানি না। এ সংক্রান্ত কাগপত্র এলে জানতে পারব। সভায় কি বিষয়ে আলোচনা হবে তাও অবগত নন বলে জানান তিনি।

এ ব্যাপারে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বার্তা২৪.কমকে বলেন, আগামী ১৫ অক্টোবর পরবর্তী কমিশন সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, ব্যালট পেপার, কাগজ কালিসহ ইসির সর্বশেষ প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা আলোচনা করা হবে।

সভার বিষয়ে উপ-সচিব হালিম খান বার্তা২৪.কমকে বলেন, ১৫ তারিখের সভায় দু’টি বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে। সভায় নির্বাচনের প্রস্তুতি ও হিজড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় আলাদা লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্তির লক্ষ্যে বিদ্যমান ভোটার তালিকা বিধিমালায় সংশ্লিষ্ট বিধা ও ফরমে সংশোধনের বিষয়টি আলোচনা হবে।

এর আগে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। নির্বাচন কমিশন প্রস্তুতি হিসেবে যা যা করা দরকার তার সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) ৩২তম সভায় ভোটার তালিকায় হিজড়া জনগোষ্ঠীদের তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যমান ভোটার তালিকায় হিজড়া জনগোষ্ঠী পুরুষ আর নারী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত আছেন উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না এবং তাদেরকে আলাদাও করব না। তবে কেউ যদি আলাদাভাবে আবেদন করেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠী হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আগামী বছর যখন ভোটার তালিকা হালনাগাদ করা হবে, তখন আমরা হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব।’

তারই ধারাবাহিকতায় হিজড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় আলাদা লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্তির লক্ষ্যে বিদ্যমান ভোটার তালিকা বিধিমালায় সংশ্লিষ্ট বিধি ও ফরমে সংশোধনের বিষয়টি এই সভায় চূড়ান্ত করতে যাচ্ছে কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী দশম সংসদ ভেঙে যাওয়ার পূর্ববর্তী ৯০দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী বছরের ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইসি। অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার সব প্রস্তুতি আছে কমিশনের। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের শেষার্ধে অথবা জানুয়ারির প্রথম দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনের আগে আগামী ১৫ অক্টোবরের সভায় কমিশনের সামনে নির্বাচনের প্রস্তুতির সার্বিক বিষয় উপস্থাপন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর