ফ্রুট পাল্প ছাড়া ফলের জুস, ১১ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 17:06:53

নারায়ণগঞ্জে জুস ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ১১ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব জানায়, ফলের জুসের কথা বলা হলেও বাস্তবে ফলের কোন পাল্প এসব ফ্যাক্টরিতে পাওয়া যায়নি।

সোমবার (১ অক্টোবর) র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব ১০ ও বিএসটিআই এই অভিযান পরিচালনা করেন।     

সারওয়ার আলম বার্তা২৪.কমকে বলেন, কোন ধরণের ফ্রুট পাল্প ছাড়া ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করছে ফলের জুস ও অন্যান্য শিশুখাদ্য। এজন্য মালিক ও ম্যানেজারসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে, ১৫ দিন থেকে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বলে জানান র‍্যাবের এই  নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সম্পর্কিত আরও খবর