শীঘ্রই মুক্তি পাচ্ছে ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:14:16

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দু:খ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, নৈকট্যের গল্পগুলোকে নিয়ে নির্মিত হয়েছে ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’। শীঘ্রই ছবিটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।

জানা গেছে, গবেষণা প্রতিষ্ঠান সিআরই ও অ্যাপেলবক্স ফিল্মস প্রযোজনায় চলচ্চিত্রটি পাঁচবছর ধরে নির্মাণ করা হয়েছে। ৭০ মিনিট দীর্ঘ ছবিটি পরিচালনা করেছেন রেজাউর রহমান খান পিপলু। এতে সিনেম্যাটোগ্রাফার হিসেবে সাদিক আহমেদ, এডিটর হিসেবে আছেন নবনীতা সেন। মিউজিক করেছেন দেবজ্যোতি মিশরা।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের প্রকৃত প্রবাহকে প্রতিনিধিত্ব করেন শেখ হাসিনা। তাঁর উত্থান বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। এই চলচ্চিত্রে উঠে এসেছে সেই রাজনৈতিক পালাবদল আর রক্তাক্ত ইতিহাসের কথা যার পরতে পরতে রয়েছে অশ্রু আর ক্ষরণ।

এই ডকুড্রামার মধ্যদিয়ে নির্মাতা একটি সত্যনিষ্ঠ ঘটনাকে পর্দায় হাজির করতে চেয়েছেন তার নিজস্বতায়। তার বিশ্বাস এই চলচ্চিত্র বাংলাদেশসহ সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের ভাবনার খোরাক হবে ও মন জয় করবে।

এ সম্পর্কিত আরও খবর