১৬৫ যাত্রী নিয়ে ইউএস বাংলার জরুরি অবতরণ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:21:08

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ১৬৫ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। দুপুর ১ টা ২০ মিনিটে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। ফ্লাইটের সামনের চাকা না খোলায় রানওয়েতে ল্যান্ডিং করে ফ্লাইটটি। ফলে প্রাণে বেঁচে যান যাত্রীরা। এ ফ্লাইটে ১৬৫ জন  যাত্রী এবং ৬ জন ক্রু ছিল।

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের ম্যানেজার সরওয়ার ই জাহান বার্তা২৪.কম কে বলেন, কোনো ধরণের বড় দুর্ঘটনা ঘটেনি। যাত্রীরা সব নিরাপদে বের হয়েছেন। এখন ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

তিনি জানান, ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ডিং করার কথা ছিল। কিন্তু ফ্লাইটের সামনের চাকায় সমস্যা দেখা দেওয়ায় এটি কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ডিং না করে চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্টে চলে আসে।

আমাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করায় ফায়ার সার্ভিসসহ লজেস্টিক সার্পোট দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা করে রেখেছি। ফলে ১ টা ২০ মিনিটে ফ্লাইটটি এখানে ল্যান্ডিং করে। যাত্রীরা সবাই সুস্থ আছে- বলেন সরওয়ার ই জাহান।

এ সম্পর্কিত আরও খবর