হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 23:26:44

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি কার্যালয় সংলগ্ন মরা ছড়ার উপর নির্মিত ৪টি অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (২৬সেপ্টেম্বর) সকাল ১১ টায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে মো. কামাল উদ্দিন, সাহাবুদ্দিন খোকন, নান্নু মিয়া ও মোজাম্মেল হকের মোট ৪টি পাকা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

ইউএনও রুহুল আমিন বার্তা২৪কে বলেন, ‘দীর্ঘ দেড় যুগ আগে মরা ছড়ার উপর পাকা স্থাপনাগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। দখলকারিদের সেগুলো ভাঙার জন্য একাধিকবার বলা হলেও তারা শুনেনি। অথচ এর জন্য পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। তাই জনস্বার্থে, ছড়া খনন ও ছড়ার উভয় পাশে দেয়াল নির্মাণের জন্য এই অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ 

অভিযানের সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হাটহাজারী পৌরসভা প্রকৌশলী মো. বেলাল আহমদ খাঁন, পৌরসভার সচিব বিপ্লব চন্দ্র মুহুরী, পৌরসভার কাউন্সিলর আবুল কাশেম, বশির আহমদ, শামশুল হক প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর