বঙ্গবন্ধু গোল্ডকাপে ফটিকছড়ি উপজেলা চ্যাম্পিয়ন

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 22:12:39

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ফটিকছড়ি উপজেলা। রানার্স আপ হয়েছে বোয়ালখালী উপজেলা।

নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে ফটিকছড়ি উপজেলা ৫-৩ গোলে জয় লাভ করে।

নগরীর বন্দর স্টেডিয়াম মাঠে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, সোস্যাল ইসলামী ব্যংকের সাবেক পরিচালন মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক উত্তর জেলা ছাত্রলীগ নেতা এইচ এম আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক চন্দ্র রায়, বোয়ালখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, চট্টগ্রাম ক্রীড়া সংস্থার কর্মকর্তা মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ শহীদ, ইফতেখার উদ্দিন লাভলু।

এ ব্যাপারে চট্টগ্রামের জেলা প্রশাসক বার্তা২৪.কম’ কে জানান, চ্যাম্পিয়ন দলকে সঙ্গে নিয়ে জেলায় একটি টিম গঠন করা হবে। এ টিম বিভাগীয় পর্যায়ে খেলবে। সামনে বিভাগীয় পর্যায়ে খেলা শুরু হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এর আগে ফটিকছড়ি উপজেলার এ টিম আঞ্চলিক পর্যায়ে খেলে চ্যাম্পিন হয়েছিল। এবার জেলা পর্যায়ে তাদের ক্রীড়া নৈপুণ্যের গুণেই চ্যাম্পিয়ন হতে পেরেছে। এ বিজয় সমস্ত ফটিকছড়ি বাসির জন্য আনন্দের।

এ সম্পর্কিত আরও খবর