বিস্ফোরক মামলায় জামিন পেলেন চট্টগ্রামের ৪ আইনজীবী  

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 15:39:16

 

চট্টগ্রাম নগরীর খুলশি থানায় দায়ের করা পুলিশের বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য মামলায় জামিন পেলেন বিএনপিপন্থী ৪ আইনজীবী। পৃথক দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে তারা এ জামিন লাভ করেন। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম মহিউদ্দিন মুরাদ তাদের জামিন প্রদান করেন।

জামিনপ্রাপ্ত আইনজীবীরা হলেন সাবেক পিপি ও মহানগর বিএনপির সহ- সভাপতি এড. আব্দুস সাত্তার, এড. জাফর হায়দার, এড. সহিদুল ইসলাম লিটন ও এড. এনামুল হক।

জামিনের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিশন) কাজী সাহাবুদ্দীন আহম্মেদ। তিনি বলেন, ৪ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জু করেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর নগরীর খুলশী থানায় বিশেষ ক্ষমতা ও বিষ্ফোরক দ্রব্য এড. আব্দুস সাত্তার, এড. জাফর হায়দার,এড. সহিদুল ইসলাম লিটনকে আসামি করে একটি মামলা করা হয়। এর আগে নগরীর পাঁচলাইশ থানায় গত ৫ ফেব্রুয়ারী বিশেষ ক্ষমতা আইনে এড. এনামুল হকের বিরুদ্ধেও একটি মামলা করা হয়।

 

 

 

 

এ সম্পর্কিত আরও খবর