চালক ঘুমন্ত, মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ৫

চট্টগ্রাম, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 05:44:44

মিরসরাই: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদীঘি বাজারে ট্রাকের ধাক্কায় ৪ সিএনজি অটোরিকশা চালকসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক শাহ আলম (৪০), দিদারুল আলম (৩৫), কামরুল ( ৪৫), মোশারফ (২৬) এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন ( ৬০)।

আহতরা হলেন- অটোরিকশা যাত্রী দুই ভাই লিটন ( ২৫), সোহেল ( ২২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারে ঠাকুরদীঘি ঝুলনপোল লাইনের অটোরিকশা স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী কয়েল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৬৫২৩৫) মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে অটোরিকশা গুলোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সীতাকুন্ডে মারা যায় চালক মোশাররফ।

এ ঘটনার পর মিরসরাই ও কুমিরা ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। কুমিরা ইউনিটের স্টেশন অফিসার শামছুল আলম জানান, লাশগুলো স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘাতক ট্রাকের ড্রাইভারকে স্থানীয়রা জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটির চালক ঘুমন্ত অবস্থায় ছিল।

এ সম্পর্কিত আরও খবর