ভবনের পলেস্তারা খসে আহত ২ শিক্ষার্থী

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 03:19:36

নড়াইল: বিদ্যালয়ের ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মাথায় খসে পড়ল ভবনের পলেস্তারা। এতে অষ্টম শ্রেণির দুইছাত্র আহত হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হল- অষ্টম শ্রেণির ছাত্র বিল্লাল ও সিফাত। তারা ঘাড়ে আঘাত পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অল্পের জন্য অন্যান্য শিক্ষার্থীরা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে।

জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের একতলা ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। ছাদের পলেস্তারা প্রায়ই ভেঙে পড়ে। এ কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। ভবনটি ১৯৯৫ সালের দিকে নির্মাণ করা হয়। বর্তমানে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই ভবনটিতে শিক্ষকদের অফিস রুম, মেয়েদের কমনরুম ও অষ্টম শ্রেণির ক্লাস নেয়া হয়।

এদিকে বিদ্যালয়টিতে আরও দুটি টিন শেডের ঘর থাকলেও শ্রেণিকক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুণ্ডু জানান, ঝুঁকিপূর্ণ ভবনটির ব্যাপারে ইতোমধ্যে জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে অবগত করা হয়েছে। তবে নতুন ভবন বা সংস্কারের বিষয়ে কোনো সাড়া মেলেনি।

এ সম্পর্কিত আরও খবর