লোহাগাড়ায় ‘চুনতি ইসহাক মিয়া সড়ক’ উদ্বোধন করলেন কাদের

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:42:21

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন। পাহাড় আর সমতল বেষ্টিত এ জনপদে সম্প্রতি নির্মিত হয়েছে ‘চুনতি ইসহাক মিয়া সড়ক’। পাহাড়ি ও সমতল জনপদে আঁকাবাঁকা পথে নির্মিত দৃষ্টিনন্দন সড়কটি রোববার (২৩ সেপ্টেম্বর) সড়কটি উদ্বোধন করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদীন মিয়া বীর বিক্রমসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, চুনতি ইসহাক সড়ক পাকা হওয়ার আগে ছোট সাইজের মাটির রাস্তা ছিল। সড়কটি দিয়ে সহজেই লামা ও আলীকদম উপজেলাসহ লামার কেয়াঁজুর পাড়ার কোয়ান্টামে যাওয়া যাবে। চুনতি ও পুটিবিলা ইউনিয়নসহ ১৬ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।     

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। এলজিইডির বাস্তবায়নে ২০ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের ১৮ ফুট পাকা সড়কটির ইতোমধ্যে ৯ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর