ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:55:19

 

রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে এক শিশু (৪) নিহত হয়েছে। এতে ওই শিশুর মা রুপালি বেগম ও গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কদমরসুল স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত রুপালির বাড়ি কিশোরগঞ্জের জেলায়। তার স্বামীর নাম মো. ফারুক।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ডের পুলিশের অফিসার ইনচার্জ বার্তা২৪.কমকে বলেন, বাসের টিকিটের জন্য বাস কাউন্টারে যাওয়ার সময় ঘাতক ট্রাকের ধাক্কায় শিশুটি মারা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য মাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বার্তা২৪.কমকে বলেন, আহত রুপালি বেগমের অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে। তবে তিনি শঙ্কামুক্ত।

এ সম্পর্কিত আরও খবর