'সংসদ নির্বাচনে সাইবার ক্রাইমের হুমকি রয়েছে'-পুলিশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 21:49:10

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাইবার ক্রাইমের হুমকি রয়েছে বলে মনে করেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘নির্বাচনের সময় একটি চক্র অনলাইনে মিথ্যা ও গুজব রটাতে পারে। এজন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সজাগ রয়েছে।’

শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশের এই কর্মকর্তা।

মনিরুল ইসলাম বলেন, ‘আসন্ন দুর্গাপূজায় সন্ত্রাসী গোষ্ঠীর কোন হুমকি নেই। এরপরও আমরা বিষয়টি নজরধারির মধ্যে রেখেছি।’

জাতীয় নির্বাচনে সন্ত্রাসী গোষ্ঠীর হামলার হুমকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। এরপরও কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর