চট্টগ্রামে তিন থানার ওসি বদলি

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-05 23:53:48

চট্টগ্রাম নগরীর তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো.মাহাবু্বর রহমান এই নির্দেশ দেন।

নগর পুলিশের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান বার্তা২৪.কমকে জানান, পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভূঁইয়াকে বন্দর থানায় বদলি করা হয়েছে।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়াকে পতেঙ্গায় থানার ওসি করা হয়েছে। 

কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক আলমগীর মাহমুদ।

কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা ও বন্দর থানার ওসি ময়নুল ইসলামকে নগর গোয়েন্দা পুলিশে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর