স্কুল ছাত্র আদনান হত্যা মামলায় ‘বড় ভাই’ ও সহযোগির জামিন নাকচ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:37:15

চট্টগ্রামে সরকারি কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় ২ জনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা আসামিদের মামলার শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।

জামিন নাকচ হওয়া আসামিদের একজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ‘বড় ভাই’ খ্যাত মোঃ জিলহাজ উদ্দিন এবং তার সহকারি সাব্বির খান।

আদালত সূত্রে জানা গেছে, আলোচিত আদনান হত্যাকাণ্ডের পর গত ১৭ জানুয়ারি ফটিকছড়ি থেকে সাব্বির খানসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ‘বড় ভাই’ জিলহাজ উদ্দিনের নাম বলে।

পুলিশ দীর্ঘদিন গ্রেফতার চেষ্টা চালিয়ে গত ১২ জুলাই মামলার অন্যতম আসামি মোঃ জিলহাজ উদ্দিনকে (২২) নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দুপুরে নগরের জামালখান এলাকায় দুপুর দুইটার দিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হন কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র আদনান ইসফার। জামালখান আইডিয়াল স্কুলের পাশে আজমিরী ওর্য়াকশপের সামনে এ ঘটনা ঘটেছে। তার বাবা আকতারুল আজম এলজিইডিতে কর্মরত প্রকৌশলী। নগরীর জামালখানে প্রেসক্লাব ভবনের পেছনে তাদের বাসা। এই হত্যার ঘটনায় আদনানের বাবা বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ সম্পর্কিত আরও খবর