চকরিয়ায় দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৭

চট্টগ্রাম, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 13:04:26

কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বড়ইতলী অংশে বাস-লেগুনা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- লেগুনা চালক ও লোহাগাড়ার আধু নগরের আহমদ হোসেনের ছেলে খাইর আহমদ (৩০), চতরিয়ার হারবাং এলাকার মো. মনছুরের ছেলে জহির আহমদ (৩২), একই এলাকার সাইফুল আলমের ছেলে আবু কাশেম (২২), রোকেয়া আক্তার ও তার মেয়ে জয়তুন আক্তার। নিহত অপর দুইজনের পরিচয় এখনো মেলেনি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্টাল লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়। বর্তমানে আহত ১০ জনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বার্তা২৪.কমকে জানান, বাস-লেগুনা সংঘর্ষের ঘটনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা এখন ৭। আহতদের চকরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর