স্রোতে ভাসা জীবন

খুলনা, জাতীয়

মানজারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 19:54:21

 

খুলনা: প্রভাতী রায়। বয়স ষাটের কাছাকাছি। বয়স বেড়েছে তবুও বার্ধক্য ছুতে পারেনি সংগ্রামী এই নারীকে। কড়া পরা হাতে প্রতিদিন মাছ ধরার জাল ফেলেন, আবার টেনে তোলেন প্রবল স্রোত উপেক্ষা করে। বাড়ির কাছে কাজীবাছা নদীর সংযোগ খালে সকাল ও বিকেলে দু’বার স্লুইচ গেট খোলা হয়। ওই সময় সেখান থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তিনি।

খুলনার বটিয়াঘাটা কামখোলা হুলো গ্রামে অভাবের সংসারে এক ছেলেকে নিয়ে জীবন যুদ্ধে ছুটে চলছেন তিনি। ছেলের উপার্জনে সংসারে দৈন্যতা না ঘোচায় প্রতিদিন মাছ ধরা জাল নিয়ে স্লুইচ গেটে যান প্রভাতী। পনের বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই নিয়মিত মাছ ধরেন তিনি। দিনে দু’বার খালের স্লুইচ গেট খোলার সময় জাল ফেলে মাছ শিকার করেন।



কুচো চিংড়ি, ডিমেরি চিংড়ি, গোদা চিংড়ি, ভোলা, তপস্যী, পুঁটি, টাকি, বালিয়াসহ অনেক ধরনের মাছ ধরা পরে তার জালে।

প্রভাতী রায় জানান, জীবনধারণের জন্য গত পনের বছর আগে মাছ ধরাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। দিনশেষে জালে ধরা পরা মাছ নিজের জন্য রেখে বাকিটা একশ থেকে দুইশ টাকায় বিক্রি করেন বটিয়াঘাটা বাজারে। অনেক সময় যে মাছ ধরা পরে তাতে নিজের জন্য রেখে বিক্রি করার মতো আর থাকে না। তার মতো আরও অনেকে এমন স্রোতে ভাসা জীবনযাপন করছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর