কক্সবাজারে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

চট্টগ্রাম, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-24 19:04:51

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ইসলামাবাদ অংশে ট্রাকের ধাক্কায় মোবারক হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে ইসলাবাদের খোদাইবাড়ী এলাকায় এঘটনা ঘটে।

নিহত মোবারক পশ্চিম খোদাইবাড়ী এলাকার বাদশা মিয়া ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বার্তা ২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল মোবারক। এ সময় চট্রগ্রামমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান মোবারক।

এ সম্পর্কিত আরও খবর