নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত, নিহত ৫০

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-07-10 01:49:27

ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি বিমান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে অনন্ত ৫০ জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স নেপালের সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে। নেপাল সরকারের একজন মুখপাত্র নারায়ন প্রাসাদ দুয়াদি এএফপিকে বলেন, "আমরা ধ্বংসস্তুপ থেকে আহতদের এবং মৃতদেহ উদ্ধার করেছি"। নেপালের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক হিমালয়ান টাইমস তাদের অনলাইন ভার্সনে জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আটজনকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেছে। ঢাকায় ইউএস বাংলার কর্মকর্তারা বলছেন,সোমবার দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন আরোহী নিয়ে এটি ছেড়ে যায়। বিবিসির নেপালি সার্ভিস জানাচ্ছে,স্থানীয় সময় ২টা ২০ মিনিটে বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং করার সময় দুর্ঘটনা ঘটে। রানওয়েতে নামার বদলে বিমানটি বাইরে ফুটবল মাঠে চলে যায়। সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় তাতে। এখনও পর্যন্ত ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় বিমানটি থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র মনোজ নেউপানে বিবিসি নিউজ নেপালিকে জানিয়েছেন, ইতিমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। বন্ধ রয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানকার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে নেপালের সেনাবাহিনী। ইউএস বাংলার মুখপাত্র কামরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তারা বিমান বিধ্বস্ত হবার খবর পেয়েছেন।যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি,৩৩ জন নেপালি নাগরিক, একজন মালদ্বীপ ও একজন চীনের নাগরিক বলে জানান তিনি। তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হবার কারণ জানাতে পারেননি কর্মকর্তারা। হতাহতের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে কাঠমুন্ডু বিমানবন্দর থেকে ধোঁয়ার কুণ্ডুলী উঠতে দেখা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির থেকে আগুন পুরোপুরি নেভানো হয়েছে। বিমান বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান থেকে ধোয়া বেরুতে এবং তাড়াহুড়া করে যাত্রীদের বিমান থেকে বেরিয়ে আসতে দেখেছেন তারা। ইউএস বাংলার মোট আটটি বিমান আছে, এর মধ্যে চারটি ড্যাশ এইট, চারটি বোয়িং। এর মধ্যে একটি ড্যাশ এইট নষ্ট থাকার কারণে কিছুদিন যাবত হ্যাঙ্গারে পড়ে রয়েছে। দেশের বিভিন্ন গন্তব্য ছাড়াও কলকাতা, কাঠমান্ডু, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা এবং মাসকট রুটে ফ্লাইট পরিচালনা করে ইউএস বাংলা। এছাড়া এপ্রিলে চীনের গুয়াংঝু শহরে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলো।

এ সম্পর্কিত আরও খবর