স্বর্ণ চোরাচালান চক্রের ৬ জনের ৩ জনই ছাত্র

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:42:00

ঢাকা: র‍্যাবের বিশেষ চেকপোস্টে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৬ সদস্য আটক হয়েছে। আটককৃত ৬ জনের ৩ জনই ছাত্র বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (৩ সেপ্টেম্বর) র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাব ৩- এর উপঅধিনায়ক মেজর রাহাত হারুন।

মেজর রাহাত হারুন বলেন, গোপন সংবাদ ভিত্তিতে ২ সেপ্টেম্বর, ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী পাঁচদোনা এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় র‍্যাব। এসময় এনা পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৩ জনের কোমর থেকে ২০ টি করে মোট ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা হলেন, জামাল হোসেন (২২), তানভীর আহম্মেদ (২৫), রাজু হোসেন (২৩)। তারা তিন জনই ছাত্র। প্রতিবার স্বর্ণ পৌঁছে দেবার জন্য তারা ১৪ হাজার করে টাকা পায়।

এই র‍্যাব কর্মকর্তা আরো বলেন, ১ ঘণ্টা পর একই রুটে গ্রীন লাইনের একটি বাসে তল্লাশি করে, একই কৌশল অবলম্বনকারী ৩ জন সদস্যকে আটক করে র‍্যাব। তাদের কাছে থেকেও ২০ টি করে মোট ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ সময় আটককৃতরা হলেন, আবুল হাসান (৩৫), রাজু আহমেদ (৩০), আলাউদ্দিন (৩২)। তারা দীর্ঘদিন স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিল।

এ সময় তাদের কাছে থেকে মোট ১২০ টি বারে ১৪ কেজি অবৈধ স্বর্ণসহ ১৩ টি মোবাইল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর