‘বঙ্গবন্ধু বললেন তুমি অর্ধেক পেয়ে প্রেসিডেন্ট হলে, ভু্ট্টো লজ্জা পেল’

ঢাকা, জাতীয়

খুররম জামান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-26 19:04:14

বঙ্গবন্ধু তখন পাকিস্তানের জেলে। ভুট্টো এসেছেন দেখা করতে। বঙ্গবন্ধু ভুট্টোকে জিজ্ঞেস করলেন, তোমাকে কী বন্দী অবস্থায় আনা হয়েছে, ভুট্টো বললেন, আমি তো প্রেসিডেন্ট।

বঙ্গবন্ধু বললেন, তুমি কীভাবে প্রেসিডেন্ট হলে! আমিতো ১৬০টি সিট পেয়েছি। তুমি ৮০টি পেয়ে কীভাবে প্রেসিডেন্ট হলে। অর্ধেক পেয়ে প্রেসিডেন্ট হলে কীভাবে।
ভুট্টো লজ্জা পেয়ে বললেন, আপনি প্রেসিডেন্ট হয়ে যান।

বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, সংবিধান প্রণেতা, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বার্তা২৪.কমকে একান্ত ভিডিও সাক্ষাৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিক সম্পর্কে জানান। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সংকট উত্তরণে বঙ্গবন্ধু কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরেন।

ডক্টর কামাল হোসেন বলেন, আমাকে অনেকে বলেন, আমি এই বয়সে এত আশাবাদী থাকি কিভাবে। আমি বলি আমার বয়স হয়েছে বলেই আমি আশাবাদী। ৪৭ থেকে এ পর্যন্ত যে কোনো ঐক্যের প্রক্রিয়ায় বাঙালি দাঁড়িয়ে গেছে।

এখানে বঙ্গবন্ধুর একটি অসাধারণ অবদান আছে। বঙ্গবন্ধুকে দেখেছি, কখনই নিরাশ হতেন না। যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। তখনও হাসিমুখে এগিয়ে যাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর