ভারতে বাংলাদেশিদের বিশেষ চিকিৎসা সুযোগ দিচ্ছে ভান্ডারি হাসপাতাল

স্বাস্থ্য, লাইফস্টাইল

হেলথ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 23:13:52

ভারতের অন্যতম মাল্টিস্পেশাল হাসপাতাল রাজস্থানের রাজধানী জয়পুরের ভান্ডারি হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার (বিএইচআরসি) বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করেছে। ঐতিহ্যবাহী জয়পুর ও আধ্যাত্মিক শহর আজমির সফরকালে বাংলাদেশিরা স্বল্পব্যয়ে স্বাস্থ্যসেবার এ সুযোগ গ্রহণ করতে পারবেন।

বিএইচআরসি উত্তর ভারতের অন্যতম হাসপাতাল হিসাবে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ৫০টির বেশি সনদ ও স্বীকৃতি পেয়েছে। ভারতের বহু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্পোরেট ক্লায়েন্ট হিসাবে এ হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

অপারেশন, হেলথ চেক আপ ও অন্যান্য চিকিৎসায় বিএইচআরসি'র কৃতিত্বের পাশাপাশি স্বল্প ব্যয়ে চিকিৎসা প্রদানে বদ্ধপরিকর।    

ইউরোলজি, ল্যাপারোস্কোপি, অ্যান্ড্রোলজি, লেজার সার্জারি, জয়েন্ট রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি, গ্যাস্ট্রোলজি, নিওরো মেডিসিন সহ বিশেষায়িত চিকিৎসার সার্বক্ষণিক ব্যবস্থা রয়েছে ভান্ডারি হাসপাতালে। হাসপাতালের প্যাথলজি বিভাগ ভারতের সেরা প্রতিষ্ঠানের সনদ পেয়েছে, যাদের রয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি।

ভান্ডারি হাসপাতালের পরিচালক ডা. চিরাগ ভান্ডারি বার্তাটোয়েন্টিফোরকে জানান, 'আট হাজার রুপির মধ্যে আমরা ফুলবডি হেলথ চেক আপ করি। আমাদের এখানে অপারেশন ও চিকিৎসা খরচ দিল্লি বা দক্ষিণ ভারত থেকে অনেক কম। দিল্লি ও বিদেশ থেকে প্রচুর রোগী আমাদের এখানে আসেন।'

ডা. চিরাগ বলেন, 'বাংলাদেশ থেকে প্রচুর মানুষ জয়পুর, আজমির আসেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে স্বল্প খরচে সর্বোচ্চ সেবা পাবেন। বাংলাদেশের রোগীদের প্রতি আমাদের বিশেষ মনোযোগ রয়েছে।'

ভান্ডারি হাসপাতালে সম্প্রতি চালু হয়েছে 'ইন্সটিটিউট অব অ্যান্ড্রোলজি ও সেক্সুয়াল হেলথ' নামে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। ভারতের মধ্যে অগ্রণী এ প্রতিষ্ঠানে নারী, পুরুষের বন্ধ্যাত্ব ও সংশ্লিষ্ট চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

জয়পুরের টঙ্ক রোডের গোপালপুর বাইপাসে বসুন্ধরা কলোনিতে পরিবেশবান্ধব ভান্ডারি হাসপাতালের নিজস্ব কম্পাউন্ডে এয়ারপোর্ট, রেলস্টেশন ও বাসস্টপ থেকে সহজে যাতায়াত করা যায়। ফোনে যোগাযোগ করলে কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দিয়ে থাকে। হাসপাতালের ফোন 0141-2703851, 0141-2703852, +91-9660006228,  +91-9602081813

ইমেইল contact@bhandarihospital.net

ওয়েবসাইট www.bhandarihospital.net

http://www.iashindia.com

এ সম্পর্কিত আরও খবর