কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সঠিক নিয়ম

অনুষঙ্গ, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-08-31 22:53:05

সাজের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে নানা রঙের কনট্যাক্ট লেন্স। রঙিন লেন্স দেখতে আকর্ষণীয় সেই বিষয় কোনও সন্দেহ নেই। আবার অনেকে চোখে চশমার পরিবর্তে লেন্স ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে সৌন্দর্য হোক আর প্রয়োজন, লম্বা সময় কনট্যাক্ট লেন্স পরলে দেখা দিতে পারে নানান সমস্যা।

কনট্যাক্ট লেন্স চোখের ভেতরে অক্সিজেনে প্রবেশ করতে বাধা দেয়। তাই দীর্ঘক্ষণ লেন্স না পরাই শ্রেয়। লেন্স পরে মেকআপ করলে অনেক সময় লেন্সে কাজল বা মাস্কারা লেগে গেলে চোখে প্রাথমিক জ্বালাভাব তো হবেই, এমন কী ইনফেকশনও হয়ে যেতে পারে।

লেন্স পরার সময় কী কী সাবধানতা নেওয়া জরুরি?

১. লেন্স পড়ার আগে ও পরে হাত ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে ভুলবেন না। তোয়ালেতে হাত মুছবেন না, বরং কোনও মসলিন কাপড়ে বা সুতির রুমালে হাত মুছে তবেই লেন্সে হাত দেবেন।

২. মেকআপ করার আগে লেন্স পরবেন না। পুরো সাজ শেষ করে তবেই লেন্স পরুন।

৩. রাতে ঘুমানোর আগে অবশ্যই কনট্যাক্ট লেন্স খুলে রাখবেন। লেন্স পরে ঘুমিয়ে পড়লে চোখে ইনফেকশন হয়ে যেতে পারে।

৪. কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সময় প্রতি তিন মাস অন্তর লেন্সের পাত্রটি পরিবর্তন করতে হবে। কনট্যাক্ট লেন্স সব সময় স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন।

৫. কনট্যাক্ট লেন্স পরে ভুলেও সাঁতার কাটবেন না। লেন্স পরে মুখে পানির ঝাপটা দেবেন না।

এ সম্পর্কিত আরও খবর