কী ভাবে যত্ন নিলে হাতে বয়সের ছাপ পড়বে না?

সৌন্দর্যচর্চা, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-08-27 16:27:40

মুখের ত্বক ভাল রাখতে অনেক কিছুই করা হয়। একিভাবে হাত কিংবা শরীরের অন্যান অংশের যত্ন নেয়া হয়ে ওঠে না। ফলে মুখের ত্বক ভালো থাকলেও অকালেই হাতের ত্বকে পড়ে বয়সের ছাপ। এমনকি চামড়া খঁচকে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়।

কী ভাবে যত্ন নিলে হাতে বয়সের ছাপ পড়বে না?

১. রোদের অতিবেগুনি রশ্মি কেবল মুখের ত্বকেরই ক্ষতি করে না। হাতের ত্বকও নষ্ট করতে পারে। তাই রোদে বেরোনোর সময় অবশ্যই হাতেও মাখুন সানস্ক্রিন।

২. হাত ভাল রাখার একটা উপায় হলো হাতে নিয়মিত ক্রিম মাখা। এই কাজটা আমরা অনেকেই ভুলে যাই। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম মেনে হাতে ক্রিম মাখুন, এতে হাত হবে মোলায়েম।

৩. বারবার সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধুলে ত্বক সহজেই তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। তাই যত বারই হাত ধোবেন, তত বার হাতে লাগান ময়শ্চরাইজার। ফলে হাতের ত্বক শুষ্ক হবে না।

৪. অতিরিক্ত পানির মধ্যে হাত থাকলেও ত্বক বুড়িয়ে যেতে পারে। তাই পানির কাজ করার সময়ে হাতে গ্লাভস পরে নিন।

৫. হাত ভালো রাখতে মাঝেমাঝে পার্লারে গিয়ে ম্যানিকিওর করান। পার্লারে যাওয়া সম্ভব না হলে বাড়িতে ঘরোয়া উপায়েই সেরে ফেলতে পারেন এটি। এতে হাত হয়ে উঠবে উজ্জ্বল ও নরম।

এ সম্পর্কিত আরও খবর