কোঁকড়া চুল সোজা করুন ঘরোয়া উপায়ে

সৌন্দর্যচর্চা, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-09-01 23:00:30

সোজা লম্বা চুল অনেকেরই পছন্দ। আবার কারও বা পছন্দ কোঁকড়ানো চুল। মানুষভেদে পছন্দ হয় ভিন্ন। আর তাই কেউ কেউ তার কোঁকড়ানো চুল সোজা করতে উঠে পড়ে লাগেন। কিন্তু বিভিন্ন রাসায়নিক উপায়ে বা চুল সোজা করার যন্ত্র দিয়ে চুল সোজা করাতে গিয়ে তার দফারফা হয়। সেই কারণে ইচ্ছা থাকলেও ‘স্ট্রেট হেয়ার’-এর বাসনা থেকে পিছিয়েও আসেন অনেকে।

কিন্তু ঘরে বসে প্রাকৃতিক উপায়ে চুল সোজা করাও সম্ভব। এ জন্য দরকার বিশেষ হেয়ার মাস্ক। দেখে নেওয়া যাক সেই মাস্ক বানাবেন কী ভাবে।

কী কী লাগবে-

১. থেঁতো করা দুটি পাকা কলা

২. দুই টেবিল চামচ মধু

৩. দুই টেবিল চামচ অলিভ অয়েল

৪. এক টেবিল চামচ টক দই

barta24

কী ভাবে মাস্ক ব্যবহার করবেন-

প্রথমে সবগুলো উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। তার পরে সেই মিশ্রণ ভাল করে চুলে মাখিয়ে নিন। এই মাস্ক আধ ঘণ্টা চুলে মাখিয়ে রেখে দিন। তার পরে সাধারণ পানিতে ধুয়ে নিন। সঙ্গে সঙ্গে শ্যাম্পু করবেন না। পরের দিন শ্যাম্পু করতে পারলে সবচেয়ে ভাল। সপ্তাহে তিন দিন এই ভাবে মাস্ক ব্যবহার করলে মাস খানেকেই চুল অনেক সোজা হয়ে যাবে।

এ সম্পর্কিত আরও খবর