নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 08:13:36

সংবাদপত্র ও বার্তা সংস্থার সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করে প্রকাশিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নবম ওয়েজ বোর্ড কমিটির চেয়ারম্যান, তথ্য সচিব ও শ্রম সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) একটি সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

সম্পূরক আবেদনটি করেছেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউসুফ আলী।

গত ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশ হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এটি কার্যকর হবে ১২ সেপ্টেম্বর থেকে।

২০১৮ সালের ২৯ জানুয়ারি সংবাদপত্র কর্মীদের নবম মজুরি কাঠামো নির্ধারণে ১৩ সদস্যের ওয়েজ বোর্ড গঠন করে সরকার। কমিটির প্রধান ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক।

এ সম্পর্কিত আরও খবর