নিরাপদ প্লাস্টিকের খেলনার নীতিমালা চেয়ে আইনি নোটিশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 23:50:04

শিশুদের জন্য নিরাপদ প্লাস্টিকের খেলনার নীতিমালা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে সরকারের সংশ্লিষ্টদের।

একই সঙ্গে ক্ষতিকর প্লাস্টিকের খেলনার উৎপাদন, আমদানি এবং বাজারজাত বন্ধ করতে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিবসহ ১০ জনকে নোটিশটি দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) আইনজীবী শাম্মী আক্তারের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।

নোটিশে বলা হয়, প্লাস্টিকের খেলনা মূলত হালকা ও ভারী প্লাস্টিক দিয়ে তৈরি। প্লাস্টিকে অনেক ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে। তাছাড়া প্লাস্টিকের খেলনাকে আকর্ষণীয় করতে নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।
শিশুরা এ খেলনা হাতে নেয় এবং মুখেও দিয়ে থাকে। তখন প্লাস্টিকের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ শিশুদের শরীরে ছড়িয়ে পড়ে এবং ক্যান্সারসহ নানা রকম দূরারোগ্য রোগ সৃষ্টি করে। পৃথিবীর অনেক দেশে নিরাপদ প্লাস্টিকের খেলনার নীতিমালা থাকলেও বাংলাদেশে এ নিয়ে কোনো নীতিমালা নেই।

এ সম্পর্কিত আরও খবর