বাসচাপায় পা হারানো কৃষ্ণা: দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নোটিশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 17:36:34

রাজধানীতে বাসচাপায় পা হারানো কৃষ্ণা চৌধুরী রায়ের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালককে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

কৃষ্ণা চৌধুরী রায়ের স্বামী রাধে শ্যামের পক্ষে পাঠানো নোটিশে ক্ষতিপূরণের এই টাকা সংগ্রহ করে প্রদান করার জন্য বলা হয়েছে। লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী ইমরান হোসেন।

সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজিপি, বিআরটিএর চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসক বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।

গত ২৭ আগস্ট ট্রাস্ট ট্রান্সপোর্টের বেপরোয়া গতির একটি বাস রাজধানীর বাংলামোটরে ফুটপাতে উঠে পড়ে। এতে কৃষ্ণা চৌধুরী রায়ের হাঁটুর নিচ থেকে বাঁ পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা তার হাঁটুর নিচের অংশ কেটে ফেলেন। পরে সংক্রমণ হওয়ায় তার হাঁটুর ওপরের কিছু অংশও কেটে ফেলতে হয়।

কৃষ্ণা রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক।

পুলিশ বাসটির অনিয়মিত চালক মো. মোরশেদকে গ্রেফতার করেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠায় আদালত।

এ সম্পর্কিত আরও খবর