এফআর টাওয়ার মামলায় সাবেক ইমারত পরিদর্শকের জামিন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 04:35:20

বনানীর এফআর টাওয়ার নির্মাণের দুর্নীতি মামলায় সাবেক ইমারত পরিদর্শক মো. আওরঙ্গজেব সিদ্দিকীর (নান্নু) জামিন মঞ্জুর করেছে আদালত।

নকশা জালিয়াতির মামলায় বৃহ্স্পতিবার (৫ সেপ্টেম্বর) তিনি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন।

এদিন তার জামিনের শুনানি করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আসাদুজ্জামান খান রচি। জামিনের বিরোধিতা করেন দুদকের স্পেশাল পিপি মোশারফ হোসেন কাজল।

নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ১৬ থেকে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে এফআর টাওয়ার মালিক, রাজউকের সাবেক দুই চেয়ারম্যান এবং রূপায়ন গ্রুপের চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে গত ২৫ জুন পৃথক দুই মামলা দায়ের করে দুদক।

মামলায় ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফআর টাওয়ারের ১৯ তলা থেকে ২৩ তলা নির্মাণ, বন্ধক প্রদান ও বিক্রি করার অভিযোগে দণ্ডবিধির সাতটি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

অপর মামলায় এফআর টাওয়ারের ১৫ তলা অনুমোদন থাকলেও ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ লঙ্ঘন করে নকশা জালিয়াতির মাধ্যমে ১৮ তলা পর্যন্ত ভবন নির্মাণের অভিযোগ আনা হয় হয়। এই মামলায় দণ্ডবিধির চারটি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় মোট পাঁচজনকে আসামি করা হয়।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এতে নিহত হন ২৬ জন। শতাধিক আহত হন।

এ সম্পর্কিত আরও খবর