পিপলস লিজিংয়ের পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ থাকছে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 15:56:03

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএসএল) সাবেক পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ রাখার হাইকোর্টের আদেশ বহাল রয়েছে আপিল বিভাগে। একই সঙ্গে সাবেক পরিচালকরা তাদের কোন ধরনের সম্পত্তি বিক্রি করতে পারবেন না।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করলে তা খারিজ করে এ আদেশ দিয়েছেন আদালত।

আদালতে পিপলস লিজিংয়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, কামরুল হক সিদ্দিক ও এ এম আমিন উদ্দিন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন তানজীব উল আলম।

আইনজীবী তানজীব উল আলম বলেন, হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। ফলে পিপলস লিজিংয়ের সাবেক কোন পরিচালক তাদের সম্পত্তি বিক্রি করতে পারবেন না। তাদের ব্যাংক হিসাব জব্দ থাকবে।

চলতি বছরের ১৪ জুলাই বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ পিপলস লিজিংয়ের ৫ পরিচালকের ব্যাংক হিসাব জব্দ রাখার আদেশ দেন বাংলাদেশ ব্যাংককে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানটিতে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান খানকে লিকুইডেটর নিয়োগ দিতে নির্দেশ দেন। এছাড়া লিকুইডেটরকে আদালতের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

লিকুইডেটর নিয়োগ অর্থ পিপলস লিজিং আর আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আর তাদের সম্পত্তির দায়-দেনা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক।

পিপলসের আর্থিক অসঙ্গতি ধরা পড়ে ২০১৩-২০১৪ সালের বিবরণীতে। প্রতিষ্ঠানের পরিচালকরা এক হাজার কোটি টাকার ভুয়া নথি তৈরি করলে বাংলাদেশ ব্যাংকের তদন্তে তা ধরা পড়ে। এর প্রেক্ষিতে ২০১৫ সালে ৫ পরিচালকের আর্থিক কেলেঙ্কারির কারণে তাদের অপসারণ করা হয়। ১৯৯৭ সালে পিপলস লিজিংয়ের যাত্রা শুরু হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর