বিচারপতি আবু তারিককে সংবর্ধনা দেবে না সুপ্রিম কোর্ট বার

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 01:37:07

হাইকোর্টের বিচারপতি মো. আবু তারিককে সংবর্ধনা দেবে না সুপ্রিম কোর্ট আইনজীবী (বার) সমিতি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি আবু তারিকের শেষ কর্ম দিবস।

৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাবেন তিনি। রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অবসরে গেলে বার ও বেঞ্চ সংবর্ধনা দিয়ে থাকে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্ট বারের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়েছে, কোনো বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ থাকলে তার অবসরের সময় সংবর্ধনা দেবে না বার।

সুপ্রিম কোর্ট বারের এ সিদ্ধান্ত রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের মাধ্যমে প্রধান বিচারপতির বরাবরে চিঠি আকারে পাঠিয়েছেন সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন।

সুপ্রিম কোর্ট বারের এক কার্যনির্বাহী সদস্য জানিয়েছেন, বিচারপতি মো. আবু তারিক অবসরে গেলে বেঞ্চ তাকে সংবর্ধনা দিলেও বারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে না।

এ সম্পর্কিত আরও খবর