৩ বিচারপতির বিরুদ্ধে তদন্তকে স্বাগত জানাল সুপ্রিম কোর্ট বার

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 02:05:26

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কার্যক্রমকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী (বার) সমিতি।

বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেছে আইনজীবীদের শীর্ষ এ সংগঠন।

বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্ট বারের সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বারের সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত কার্যনির্বাহী কমিটির পঞ্চম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তে বলা হয়েছে, কোনো বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ থাকলে তাকে সংবর্ধনা দেবে না বার।'

উল্লেখ্য, গত ২২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছে।

তারা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহিরুল হক।

আরও পড়ুন: হাইকোর্টের ৩ বিচারপতিকে বেঞ্চ দেওয়া হয়নি

আরও পড়ুন: 'রাষ্ট্রপতির সম্মতিতে তিন বিচারপতিকে বিরত রাখা'

এ সম্পর্কিত আরও খবর