এখনো কি উত্তরের মশা দক্ষিণে যায়, প্রশ্ন হাইকোর্টের

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 18:00:07

ডেঙ্গুর বিষয়ে হাইকোর্ট বলেছেন, 'যখন দেখব, হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হচ্ছে তখনই বুঝব মশার ওষুধ কার্যকর এবং ডেঙ্গুর প্রকোপ রোধ করা গেছে। সারা বছর মশা নিধনে সরকাররে স্থায়ী পরিকল্পনার বিষয়ে আমাদের জানান। একইসঙ্গে মশা নিধনে চলমান অভিযানে কোন ওয়ার্ডে কতজন কর্মী দায়িত্ব পালন করছেন, তারা কখন যাচ্ছেন এবং কি কাজ করছেন তাও জানান।'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু মন্তব্যের 'ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে' প্রেক্ষিতে মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এসব কথা বলেন।

আদালত বলেন, 'ঈদে মানুষ ঢাকা ছেড়ে বাড়ি যাওয়ায় মশা কামড়াতে পারেনি। এখন আবার মানুষ ঢাকায় এসেছে, তাই এক সপ্তাহ পর বোঝা যাবে ডেঙ্গু আক্রান্ত রোগী কমেছে কি না। আপনারা (সিটি করপোরেশন) সারাদেশে তো আর ওষুধ ছিটান না। তাই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও সেটাতো আপনাদের কর্মকাণ্ডের কারণে হয়নি। বাই ন্যাচারালই কমছে।'

এ সময় আদালত আইনজীবীকে বলেন, 'মশা মারার নতুন ওষুধ এনেছেন? নতুন ওষুধে কি মশা মরে? নাকি আবার উত্তরের মশা উড়ে দক্ষিণে চলে যায়?।'

এর প্রেক্ষিতে সিটি করপোরেশনের আইনজীবী বলেন, 'নতুন ঔষধ কার্যকর। গত ১১ আগস্ট থেকে তা ছিটানো হচ্ছে।'

এ পর্যায়ে আদালত বলেন, 'আমরা যখন দেখব হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হচ্ছে, তখনই বুঝব যে মশার ঔষধ কার্যকর এবং ডেঙ্গুর প্রকোপ রোধ করা গেছে।'

মঙ্গলবার শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান আদালতকে বলেন, 'স্থানীয় সরকার মন্ত্রণালয় এরই মধ্যে সিটি করপোরেশনকে অর্থ বরাদ্দ দিয়েছে, জনবলের বাড়ানো জন্য বলেছে।'

তখন আদালত জানতে চান এই অর্থ আর জনবল কী যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে? এর উত্তরে সিটি করপোরেশনের আইনজীবী বলেন, 'মনিটরিং করা হচ্ছে এবং কাজ হচ্ছে। ওয়ার্ডের কর্মীরা কাজ করে যাচ্ছে। কর্মীদের জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।'

এ সময় আদালত বলেন, 'এভাবে বললে হবে না, কী কাজ হচ্ছে? কে কে কোথায় কাজ করছে? তা বিস্তারিতভাবে আমাদের কাছে দাখিল করুন।'

এরপর আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার (২৬ আগস্ট) দিন ধার্য করেন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে কত রোগী এখন হাসপাতালে ভর্তি আছে প্রতিদিন কেমন ভর্তি হচ্ছে সে তথ্য রাষ্ট্রপক্ষকে জানাতে বলেন।

গত ৩০ জুলাই মশা নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ কবে আসবে তা হলফনামা আকারে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। তার আগে গত ২৫ জুলাই ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সমন্বিত ক্রাশ প্রোগ্রাম চালাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত সময় দেন হাইকোর্ট।

গত ১৪ জুলাই রাজধানীতে ডেঙ্গু নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বাহিত রোগের বিস্তার রোধে পদক্ষেপ নিতে বলেন ডিএসসিসি ও ডিএনসিসিকে। এছাড়া রুল জারি করে ২২ জুলাইর মধ্যে ডেঙ্গু নিধনে গৃহীত পদক্ষেপের তথ্য জানাতে বলেন আদালত।

পরে ২২ জুলাই দুই সিটি প্রতিবেদনে জানায়, জনসচেতনতা কর্মসূচির পাশাপাশি ওষুধ প্রয়োগ করা হচ্ছে। আদালত এ প্রতিবেদনে অসন্তুষ্ট হয়ে ২৫ জুলাই দুই সিটির প্রধান দুই স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করেন।

এ সম্পর্কিত আরও খবর