ক্ষমা চেয়ে রেহাই পেলেন ভোলার এসপি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 13:37:44

একটি অস্ত্র মামলার আসামি জীবিত না মৃত এর যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার ঘটনায় তলবে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মো. কায়সার। ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না জানিয়ে ক্ষমা চাইলে মামলা ওই এসপিকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাকে এ অব্যাহতি দেন ।

আদালতে এসপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। গত ১৭ জুলাই ভোলার এসপিকে তলব করেছিলেন হাইকোর্ট।

আরও পড়ুন: পরস্পর বিরোধী প্রতিবেদনে ভোলার এসপিকে তলব

এর আগে ৩ জুলাই তেজগাঁও থানার একটি অস্ত্র মামলার আসামি জুলহাস জীবিত না মৃত, সে বিষয়ে ডিএমপি কমিশনারকে প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একটি প্রতিবেদনে জানায়, জুলহাস ওরফে জুয়েল গত ১০-১২ বছর আগে পরিবার নিয়ে ভোলায় চলে গেছেন।

ভোলার পুলিশ সুপারের কার্যালয় থেকে হাইকোর্টের দুই বিচারপতির বরাবরে সরাসরি খামে পাঠানো প্রতিবেদনে বলা হয়, ভোলায় জুলহাস নামে কোনো ব্যক্তি নেই, তাকে খুঁজে পাওয়া যায়নি। ভোলা সদর এলাকায় পশ্চিম বাপতা নামে কোনো গ্রামও নেই। এর পরিপ্রেক্ষিতে ১৭ জুলাই এসপিকে তলব করেন হাইকোর্ট।

এ সম্পর্কিত আরও খবর