ডেঙ্গুর কার্যকর ওষুধ কখন আসবে জানান-সচিবকে হাইকোর্ট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 11:12:44

ডেঙ্গু মশা নিধনের কার্যকর ওষুধ কবে আসবে তা জানাতে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদকে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে আদালতকে জানাতে বলেছেন হাইকোর্ট।

আদালত সচিবের উদ্দেশ্যে বলেন, মশা নিধনের যে ওষুধ আছে সেটা কাজ করছে না। নতুন ওষুধ আনতে অসুবিধা কোথায়? সিটি করপোরেশন বলছে ওষুধ আনবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আপনারা সরকার টু সরকার (জিটু) আলাপ করে সরাসরি ওষুধ আনতে পারেন। কখন আসবে চারটার মধ্যে জানান। তারপর আদেশ দেব।

বৃহস্পতিবার (১আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দুপুর ২টা ২ মিনিটে হাইকোর্টের এজলাসে আসেন সচিব হেলালুদ্দীন আহমদ। সকালে তাকে তলব করেন হাইকোর্ট। তার সঙ্গে আদালতে আছেন দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও দুই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর