পুলিশ সার্জেন্টের মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 11:15:23

যমুনা কাভার্ড ভ্যানের ধাক্কায় বরিশালের পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খাইরুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হলে এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার (২৮ জুলাই) দিন ধার্য করেছেন আদালত।

নিহত সার্জেন্ট গোলাম কিবরিয়ার বাবা মো. ইউনুস আলী শিকদার হাইকোর্টে এ রিটটি করেছেন। রিটের আইনজীবী মো. ফয়জুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

গত ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়াকে যমুনা গ্রুপের কাভার্ড ভ্যান চাপা দেয়। এ সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কাভার্ড ভ্যানের চাপায় তিনি গুরুতর আহত হলে রাত ৮টার দিকে আহত কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়।
এরপর ১৬ জুলাই বেলা ১১টা ৫৮ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কিবরিয়া মারা যান।

এ সম্পর্কিত আরও খবর