গুম ও খুনের সন্ধানে বিচার বিভাগীয় তদন্ত দাবি ব্যারিস্টার খোকনের

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 21:31:05

গুম ও অপহরণ শিকার ব্যক্তিদের সন্ধান দিতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (২০ জুন) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলের ভাগ্নেকে অপহরণের পর উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন এবং ফেসবুক লাইভে তার ভাগ্নেকে অপহরণের অভিযোগ করেছেন। তার অভিযোগ উত্থাপনের প্রেক্ষিতে আইনজীবী সমাজ উদ্বিগ্ন। এতে প্রমাণিত হয় গুম ও অপহরণে আইন শৃঙ্খলাবাহিনী জড়িত। আমরা গুম ও অপহরণের শিকার যারা হয়েছেন তাদের সন্ধান ও মাসের পর মাস আইন শৃঙ্খলাবাহিনীর গেফাজতে থাকা ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর