সুপ্রিম কোর্টে রেস্টুরেন্টে পচা মুরগি, দুই লাখ টাকা জরিমানা

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট | 2023-08-13 01:38:53

পচা মুরগি রাখার দায়ে অলিম্পিয়া রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বার ভবনের চতুর্থ তলায় অবস্থিত রেস্টুরেন্টটি বন্ধ করেও দেয়া হয়েছে। আইনজীবীদের ক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট বার।

বুধবার (১৯ জুন) বিকেলে অলিম্পিয়া রেস্টুরেন্টের ফ্রিজ থেকে ১০ কেজি পচা ও দুর্গন্ধযুক্ত মুরগির মাংস উদ্ধার করেন সমিতির নেতারা।

এর আগে দুপুরে এক আইনজীবী রেস্টেুরেন্টের খাবারে তেলাপোকা পেয়েছিলেন। এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে আইনজীবীরা রেস্টুরেন্টের সামনে জড়ো হতে থাকেন। সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, সহ-সভাপতি আবদুল বাতেন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সহ-সম্পাদক কাজী শাসমুল হাসান শুভ, নির্বাহী সদস্য শামীম সরদার ও চঞ্চল কুমার সাহা ঘটনাস্থলে আসেন। আইনজীবীদের দাবির মুখে সমিতির নেতারা রেস্টুরেন্টের ফ্রিজ খুলে দেখেন দুর্গন্ধযুক্ত পচা মাংস। এছাড়া পোড়া তেলও ছিলো রেস্টুরেন্টের কিচেনে।

সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন জানিয়েছেন, পচা মুরগি রাখার অভিযোগে অলিম্পিয়া রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিও বন্ধ করে দেয়া হয়েছে।

গত সোমবার সমিতির নিজস্ব ক্যান্টিনে পেয়াজুতে স্ট্যাপলার পিন পাওয়া গেলে ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনা ঘটে। পরে সমিতি ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা লাটিমি গ্রুপকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

 

এ সম্পর্কিত আরও খবর