কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাস বিকৃতির রিটের বাদী ইরতেজা হাসানকে তলব

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 20:38:39

বাংলাদেশ ব্যাংকের বইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে করা রিটে তথ্য গোপন করায় বাদী ড. কাজী ইরতেজা হাসানকে তলব করেছেন হাইকোর্ট। তাকে ৩০ জুলাই সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

বুধবার (১৯ জুন) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ তলব আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

রায় ঘোষণার ধার্য দিনে আদালত বাদীকে তলব করেছেন।

এ সম্পর্কিত আরও খবর