স্বামী হত্যায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 11:51:24

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় জমি ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় সাবেক স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত মনির হোসেনের সাবেক স্ত্রী স্বর্ণা আক্তার কাকলী ওরফে নিপা, আনোয়ার হোসেন মোল্লা, মো. শরীফ মাতব্বর এবং ইব্রাহিম খলিল।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে নিপা ও আনোয়ার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০১৩ সালের ১৭ এপ্রিল মনির হোসেনকে বালিশ চাপা দিয়ে ও ধারালো ছুরি দিয়ে গলা কেটে খুন করে আসামিরা। পরবর্তীতে তার লাশ গুম করার জন্য মৃতদেহটি সাত খণ্ড করে বস্তায় ভরে মুন্সিহাটি চামচ ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীর পাড়ে ফেলে রাখে। পরে ‍পুলিশ লাশ উদ্ধার করে।

রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল চার্জশিটভুক্ত ৩৯ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। হত্যার দায় স্বীকার করে নিপা, শরীফ মাতব্বর ও আনোয়ার হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর