জামিন পেলেন ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 05:02:11

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মুক্তমনা লেখক ও ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন পাঁচশ টাকার মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বার্তা২৪.কমকে বিযয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ মে) ইমতিয়াজ মাহমুদকে খাগড়াছড়ির আদালতের একটি ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় বনানী থানা পুলিশ।

এ সময় তার জামিনের আবেদন করেছিলেন ঢাকা বারের সেক্রেটারি আসাদুজ্জামান খান রচি।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার জামিনের আবেদন নাকচ করে ওইদিন তাকে কারাগারে পাঠিয়েছিলেন।

খাগড়াছড়ি আদালতের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় বুধবার (১৫ মে) দুপুরে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ ইমতিয়াজ মাহমুদের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় একটি মামলা হয়।

ওই মামলার ওয়ারেন্টমূলে বুধবার তাকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ কারাগারে

আরও পড়ুন: ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার

এ সম্পর্কিত আরও খবর