ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ কারাগারে

, আইন-আদালত

স্পেশাল করেসপনেডন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:05:23

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মুক্তমনা লেখক ও ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৫ মে) ইমতিয়াজ মাহমুদকে খাগড়াছড়ির আদালতের একটি ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় বনানী থানা পুলিশ।

এ সময় তার জামিনের আবেদন করেন ঢাকা বারের সেক্রেটারি আসাদুজ্জামান খান রচি। তার জামিনের বিরোধিতা করেন আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রকিবুর রহমান।

শুনানি শেষে মে্ট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খাগড়াছড়ি আদালতের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় বুধবার (১৫ মে) দুপুরে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বনানী থানার ওসি বিএম ফরমান আলী বার্তা২৪.কম-কে জানান, ২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ ইমতিয়াজ মাহমুদের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় একটি মামলা হয়। তার নামে বনানী থানায় একটি ওয়ারেন্ট আসে। আমরা ওয়ারেন্ট তামিল করেছে মাত্র।

আরও পড়ুন: ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার

এ সম্পর্কিত আরও খবর