শমী কায়সারের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 23:17:18

মোবাইল চুরি হওয়ার পর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের আটক রাখায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা মানহানি মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে স্টুডেন্ট জার্নাল বিডি নামক অনলাইন পত্রিকার সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

ওই সময় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বাদীর জবানবন্দি গ্রহণ করেন। বিকালে এ বিষয়ে আদেশ দেন। আদেশে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে ঢাকার রমনা থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নির্দেশ দেন।

আগামি ১৬ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অর্ধশত ফটো ও ভিডিও ক্যামেরা এবং শতাধিক মানুষের সামনে চুরি হয় শমী কায়সারের দুটি স্মার্টফোন। এ সময় তিনি সাংবাদিকরা মোবাইল চুরি করেছে বলে অভিযোগ করেন এবং তার নিরাপত্তাকর্মীদের দিয়ে সংবাদকর্মীদের দেহ তল্লাশি করান।

এ সময় কেউ কেউ বের হতে চাইলে তাদের ‘চোর’ বলে ওঠেন শমী কায়সারের নিরাপত্তাকর্মীরা। এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন সংবাদকর্মীরা। ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠান স্থলে। পরে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দু’টি নিয়ে গেছেন।

ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখার পর সাংবাদিকদের প্রতি দুঃখ প্রকাশ করেন শমী কায়সার।

আরও পড়ুন: শমী কায়সারের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

এ সম্পর্কিত আরও খবর