কুমিল্লার মামলায় জামিন আবেদন করেছেন খালেদা জিয়া

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 22:27:51

কুমিল্লার আদালতে দায়েরকৃত নাশকতা ও হত্যা মামলায় জামিনের আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

রোববার (২০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ জামিনের আবেদন করা হয়। আগামীকাল সোমবার বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার কায়সার কামাল জানান, এ মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন করা হয়েছে। আগামীকাল এ আবেদনের উপর শুনানি হতে পারে। জামিন দিতে হাইকোর্টের অন্তর্নিহিত ক্ষমতার কারণেই এ আবেদন করা হয় বলে জানান এই আইনজীবী।

বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আইকন পরিবহনের ঐ বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলো।

ঐ আগুনে পুড়ে ঘটনাস্থলে সাত জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

এর পরদিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি রাতে এই ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা করেন।

এ হত্যা মামলার চার্জগঠন ও জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী আকবর শুনানি পিছিয়ে আদেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর